‘অপারেশন সিদুঁরে’ বড়সড় ক্ষতি পাকিস্তানের নুর খান বিমানঘাঁটির, তার পরেই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত!
শুধু ভৌগলিক নয়, রাজনৈতিক ও সামরিক কারণেও নুর খান বিমানঘাঁটি পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:৪২
Advertisement
‘অপারেশন সিদুঁরে’ বড়সড় ক্ষতির মুখে পাকিস্তানের নুর খান বিমানঘাঁটি। এর পরেই নড়েচড়ে বসে পাকিস্তান। সংঘর্ষবিরতি চেয়ে ভারতের সেনা প্রধানকে ফোন পাকিস্তানের। পাকিস্তানের কাছে কেন এত গুরুত্বপূর্ণ নুর খান বিমানঘাঁটি।