মুর্শিদাবাদের দিব্যাণী মণ্ডল। টলিউডের জনপ্রিয় মুখ । ছোটবেলায় বাবার কাছে ক্যারাটে শিখেছেন। খেলার পাশাপাশি আগ্রহ ছিল নাটক ও সিনেমায়। খুব কম বয়সেই শুরু করেন মডেলিং। একটি মিউজ়িক ভিডিয়োতেই প্রথম নজর কাড়েন দিব্যাণী। সেখান থেকেই ধারাবাহিকে কাজ করার সুযোগ আসে। মাত্র ১৯ বছরেই এখন ফুলকি ধারাবাহিকের লিড নায়িকা তিনি।