মাঝে অল্প ক’দিনের বিরতি। ফের যুযুধান প্রাক্তন দুই বন্ধু। সেনেটে ট্রাম্পের বাজেট সংক্রান্ত বিল পেশ হওয়ার পরই আক্রমণে ইলন মাস্ক। রিপাবলিকান, ডেমোক্র্যাট— দু’দলের উপরে বীতশ্রদ্ধ মাস্ক নতুন দল তৈরি করতে চান। পাল্টা জবাব দিতে ছাড়ছেন না ট্রাম্পও। বলছেন, সরকারি ভর্তুকি বন্ধ হলে দক্ষিণ আফ্রিকা ফেরত যাওয়া ছাড়া উপায় থাকবে না টেসলা-কর্তার।