মা হতে চাইছেন? যে সব মহিলারা প্রতি মাসে অসহ্য পিরিয়ড পেইন ও হেভি ব্লিডিং-এর সমস্যায় ভোগেন, তাঁদের অনেকেই জানেন না, এর কারণ হতে পারে এন্ডোমেট্রিয়োসিস নামে একটি জটিল রোগ। চিকিৎসক অরিন্দম রথ বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন এন্ডোমেট্রিয়োসিস সংক্রান্ত নানা দিক।