নলিন সরকার স্ট্রিটের ‘সনাতনী’ পুজো, রূপান্তরের গল্প বলছেন শিল্পী দিন্দা
বহু বছর বাদে নলিন সরকার স্ট্রিটের পুজোয় থিমশিল্পী হিসাবে ফিরেছেন সনাতন দিন্দা।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৫
Advertisement
উত্তর কলকাতার নামকরা পুজো নলিন সরকার স্ট্রিট সর্বজনীন। এখান থেকেই থিমশিল্পী হিসাবে যাত্রা শুরু সনাতন দিন্দার। বহু বছর বাদে ফের তিনি পুরনো পাড়ায়। এ বার দিন্দার ভাবনায় রূপান্তরের গল্প।