একডালিয়ায় রমেশ পালের দুর্গাপ্রতিমা আনতে দমকলের পুজো ‘বন্ধ’ করান সুব্রত মুখোপাধ্যায়

চণ্ডীর ধ্যানে প্রতিমা, রমেশ পালের তৈরি পানপাতা মুখে মুগ্ধ হন স্বয়ং সুচিত্রা সেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩
Advertisement

ক্লাসিক পানপাতা মুখ। রমেশ পালের প্রতিমার পাশে দাঁড়িয়ে পোজ় দিয়েছেন বঙ্গ জীবনের চিরকালীন হার্টথ্রব সুচিত্রা সেন! এটাই রমেশ পালের ম্যাজিক। মহিমা। যে একডালিয়ার এত সুখ্যাতি। যে পুজো দেখে অরূপ বিশ্বাস সুরুচির পুজো শুরু করলেন, তার এভারগ্রিন হওয়ার নেপথ্যেও এই রমেশচন্দ্র পাল। গল্প মনে হতে পারে, তবে শোনা‌ যায় যে—শুধুমাত্র রমেশ পালকে পাওয়ার জন্য ফায়ার ব্রিগেডের পুজো বন্ধ করিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement