প্রাইডের নেপথ্যে এক দাঙ্গার ইতিহাস। অবশ্য, কেউ বলেন দাঙ্গা, কেউ দ্রোহ। স্টোনওয়াল রায়ট। ৫৬ বছর আগের এক ঘটনা। এক প্রতিরোধ। ভূমিকা লেখে আজকের রামধনু উদ্যাপনের। জুন প্রাইডের মাস। বহুত্ব আর সহমর্মিতা অনুশীলনের মাস। তবে, জুন পেরোলে মিলেমিশে থাকার রামধনুও কি মিলিয়ে যাবে! জুলাইয়ের আকাশ আর বৃষ্টির কাছে হয়ত তার উত্তর আছে।