মৌসুমী বায়ু মে মাসের শেষেই উত্তর-পূর্ব ভারতে পৌঁছয়। তার পর থেকেই লাগাতার বৃষ্টি। বহু মানুষ ঘরছাড়া। ধসে প্রাণহানির ঘটনাও এড়ানো যায়নি। ভেসে গিয়েছে অসম এবং মেঘালয়ের সংযোগকারী ১৭ নম্বর জাতীয় সড়কের একাংশ। অসমে বানভাসির কবলে ১৫টি জেলার প্রায় ৭৮ হাজার বাসিন্দা। মণিপুরে প্রায় ১৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। আবার একেবারে বিপরীত ছবি রোটাংয়ে। সাদা বরফের চাদরে মোড়া রোটাং পাস।