নেপালের পর অশান্ত ফ্রান্স। সরকারবিরোধী আন্দোলনে ফুঁসছে দেশ। রাজধানী প্যারিস-সহ দেশের বিভিন্ন প্রান্তে জ্বলছে ক্ষোভের আগুন। ক্ষমতাকে চ্যালেঞ্জ তরুণ প্রজন্মের। পথে নেমেছেন শয়ে শয়ে বিক্ষোভকারী। কোথাও বাসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও আবার রেললাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ক্ষোভ দানা বেঁধেছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর বিরুদ্ধে। আন্দোলনকারীদের প্রশ্ন, ‘সেবাস্তিয়ান লেকর্নুরকে কেন বেছে নেওয়া হল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে?’