জ্ঞান হওয়া থেকেই সোনিয়ার ঠিকানা দক্ষিণ কলকাতার একটি সুলভ শৌচালয়। সোনিয়ার মা আছেন। বাবা সেই কবে ছোটবেলায় ছেড়ে গিয়েছেন। টালিগঞ্জ ব্রিজের নীচে ফুটপাতে থাকে প্রিয়াঙ্কা প্রামাণিক। বাবা রাজমিস্ত্রি। বাবা-মা কখনও চাননি মেয়ে স্কুলে যাক। আজ প্রিয়াঙ্কার হাতে মাধ্যমিকের পাশের রেজাল্ট। দু’চোখে আরও অনেক উঁচু আকাশে ওড়ার স্বপ্ন।