যুদ্ধ, বোমা, ক্ষেপণাস্ত্র নয়, খাবার আর ওষুধ না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। বিশেষ করে শিশুরা। গাজ়ার ১৪ হাজার শিশু বাঁচবে কিনা নির্ভর করছে ত্রাণ কখন পৌঁছবে তার উপর। ত্রাণ পৌঁছনর কাজ শুরু হয়েছে। তাও প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ত্রাণ পৌঁছতে আবেদন করেছেন পোপ লিও।