নৌ-বাহিনীতে কাজ করেছেন দীর্ঘদিন। ছেলেবেলা থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল। অবসর নেওয়ার পর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেখানেই সহকর্মীরা তাঁকে আইনজীবী হতে উৎসাহ দেন। আইনের কোনও ডিগ্রি ছিল না তাঁর। কারণ ১২ ক্লাসের পরীক্ষাই তো পাশ করা ছিল না। শিক্ষার কোনও বয়স হয় না। প্রমান করলেন নাইগাঁওয়ের বাসিন্দা প্রাক্তন নৌসেনা কর্মী গোরক্ষনাথ মোরে। ৭৯ বছর বয়সে শুরু করলেন নতুন করে পড়াশোনা, পাশ করলেন ১২ ক্লাসের পরীক্ষা।