বিসর্জন উপলক্ষে চন্দননগর রেলস্টেশনে চোখে পড়ে একেবারে অন্য দৃশ্য। রেললাইন পার করে অন্য পারে নিয়ে যাওয়া একাধিক প্রতিমা। কারণ শহরের পূর্ব দিকে গঙ্গা। একই রীতি সুভাষপল্লি উত্তরপাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও। মণ্ডপে মণ্ডপে প্রতিমাবরণ, উলুধ্বনি। সমারোহে জগদ্ধাত্রী নিরঞ্জন আলোর শহরে।