এ রকম উষ্ণ জুন মাস আগে দেখেনি স্পেন। চাঁদিফাটা গরমে হাঁসফাঁস ফ্রান্স, পর্তুগাল, জার্মানি বা ইংল্যান্ডেও। অনেক জায়গাতেই খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোতে নিষেধ করছে সরকার। দাবানলে জ্বলছে তুরস্ক, ক্রোয়েশিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলছেন, এটাই এখন ইউরোপের ‘নিউ নরম্যাল’।