দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইংরিজিতে এয়ার ডিফেন্স সিস্টেম। মাছি গলার জো নেই। বহু স্তরের চক্রব্যূহ। যা ভেদ করতে নাস্তানাবুদ পাকিস্তান। কেবল প্রতিরক্ষাই নয়, পাল্টা জবাবেও পিছিয়ে নেই ভারত। পাকিস্তানের নুর খান ও রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি অকেজো করে দেয় ভারত।