মাংসের এক টুকরো হাড়। আর তা নিয়েই যত কাণ্ড গোরক্ষপুরের রেস্তরাঁতে! নিরামিষ চেয়ে আমিষ খাবার মিলল কেন— এই প্রশ্নেই ধুন্ধুমার বাঁধালেন কয়েক জন। নজরদারি ক্যামেরায় অবশ্য সমস্ত ফাঁস। দেখা গেল সর্ষের মধ্যেই তো ভূত! রেস্তরাঁ কর্তৃপক্ষের দাবি, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে কি ব্যবসা চৌপাটের পাশপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাও ছিল উদ্দেশ্য?