১০ মে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। সে দিন থেকেই এর কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ১৩ মে সৌদি আরব সফরে গিয়েও একই দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। দু’পক্ষকে রাজি করাতে বাণিজ্য বন্ধের হুমকিও দেন বলে জানান তিনি। ভারত অবশ্য আমেরিকাকে কৃতিত্ব ছাড়তে নারাজ। পাল্টা কী যুক্তি দিচ্ছে ভারত সরকার?