India Pakistan border conflict
পাক গোলার স্প্লিন্টার বদলে দিয়েছে জীবন, সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রাজৌরির ইমতিয়াজ়
পাক গোলার স্প্লিন্টারে ঘায়ে আহত রাজৌরির ইমতিয়াজ়ের মতো অনেকেই। হাসপাতালেই দিন কাটছে তাঁদের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৯:৫১
সংঘর্ষ আপাতত থেমেছে। কিন্তু আজীবন তার মূল্য চুকিয়ে যেতে হবে রাজৌরির ইমতিয়াজ়কে। চাষবাস করে সংসার টানতেন। এখন তা-ও অনিশ্চিত। ভরসা শুধু সরকারি সাহায্যের প্রতিশ্রুতি।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)