দিল্লি। মুম্বই। ত্রিপুরা। অসম। গুজরাত। পশ্চিমবঙ্গ। দেশেরে একাধিক রাজ্যে গ্রেফতার হওয়া অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরাতে তোড়জোড়। দু’মাস আগে গুজরাত থেকে গ্রেফতার হওয়া ২০০ বাংলাদেশিকে ভারতীয় বায়ুসেনার বিমানে করে নিয়ে আসা হয়েছে উত্তর-পূর্ব ভারতে। গুজরাত পুলিশ বাংলাদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাবে। এখনও পর্যন্ত যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি, তাঁদের রাখা হয়ছে ডিটেনশন ক্যাম্পে।