মারকাজ় ত্যায়বা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। লশকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র হয়ে ওঠে। এই ঘাঁটিতেই প্রশিক্ষিত হয় ২০০৮ সালের মুম্বই হামলার জঙ্গিরা। ২৬/১১ হামলায় জড়িত আজমল কসাভ এবং ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি এখানেই প্রশিক্ষণ পেয়েছিল। ৭ মে মধ্য রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটিগুলির মধ্যে ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। যার মধ্যে অন্যতম নিশানা ছিল এই মুরিদকে মসজিদ।