আমেরিকার মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি? বানিজ্য বন্ধ করার চাপেই কি সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তেমনই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দাবি মানছেন না। তার বক্তব্য ভারত নিজের শর্তেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তিনটি শর্তও দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখছে ভারত।