ঋতুপর্ণার অন্দরমহলে উঁকি দিল আনন্দবাজার ডট কম। ঘুরিয়ে দেখালেন তাঁর বসার ঘর। হেঁশেলে গিয়ে রাঁধলেন বেলা দে'র রেসিপি ‘টক ডিম’। তারই ফাঁকে জমল আড্ডা।