পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জবাব পাকিস্তানকে ভারত দেবেই, কোনও ষড়যন্ত্রকারীকে রেয়াত করা হবে না, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার মধ্যরাতে ১টা ৪০ মিনিটে প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ভারতের তিন সশস্ত্র বাহিনী পাকিস্তানে ঢুকে নয়টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে। ‘অপারেশন সিদুঁর’ সফল।