২৮ দিন বাংলাদেশের জেলে বন্দি থাকার পর মুক্তি, ভারতীয় কৃষক শোনালেন অপহরণের হাড়হিম অভিজ্ঞতা
ছয় সাত জন মিলে তুলে নিয়ে চলে যায় অচেনা জায়গায়। বাংলাদেশিদের হাতে অপহরণের অভিজ্ঞতা বললেন কোচবিহারের কৃষক।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৪:১৪
Advertisement
বাংলাদেশ ভূ-সীমায় নিজের জমিতে চাষ করতে গিয়ে অপহৃত ভারতীয় কৃষক। ২৮ দিন পর কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মনকে ফেরাল বাংলাদেশ। ‘আর যাব না চাষ করতে’, চার বিঘা জমির মায়া ত্যাগ করেছেন। সরকার ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিক, চাইছেন উকিল বর্মন।