ছবির মতো সাজানো শহর বিশাখাপত্তনম। শহরের সব রাস্তা শেষ হয় সমুদ্রে। শ্রীরামকৃষ্ণের নামে সমুদ্রতট। ইদানীং সেখানে ভিড় বেড়েছে। গন্তব্য নৌবাহিনীর ডুবোজাহাজ ‘আইএনএস কুরসুরা’। জলে নেমে আইএনএস কুরসুরা ৭৩ হাজার ৫০০ নটিক্যাল মাইল অতিক্রম করে। যা পৃথিবীর ব্যাসার্ধের প্রায় ১১ গুণ। ৯১.৩ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া এই সাবমেরিনটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।