submarine

জলের গভীরে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়ে নৌসেনা, জানতে ভিড় ‘আইএনএস কুরসুরা’-র অন্দরে

সাবমেরিনের ভিতরে নৌসেনারা যেন অবিকল জীবন্ত। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার সতর্ক পাহারায়। জলের গভীরে নৌসেনারা কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়েন তা জানতে পারবেন ‘আইএনএস কুরসুরার’ অন্দরে ঢুকলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:৩৭
Advertisement

ছবির মতো সাজানো শহর বিশাখাপত্তনম। শহরের সব রাস্তা শেষ হয় সমুদ্রে। শ্রীরামকৃষ্ণের নামে সমুদ্রতট। ইদানীং সেখানে ভিড় বেড়েছে। গন্তব্য নৌবাহিনীর ডুবোজাহাজ ‘আইএনএস কুরসুরা’। জলে নেমে আইএনএস কুরসুরা ৭৩ হাজার ৫০০ নটিক্যাল মাইল অতিক্রম করে। যা পৃথিবীর ব্যাসার্ধের প্রায় ১১ গুণ। ৯১.৩ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া এই সাবমেরিনটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement