প্রতিবাদীদের হত্যা থামিয়েছে ইরান, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:০২
Advertisement
অর্থনীতির দুরবস্থা ও মুদ্রার মূল্যপতনকে কেন্দ্র করে যে বিক্ষোভের সূত্রপাত ইরানে, তা ক্রমশ গড়িয়েছে যুদ্ধ পরিস্থিতিতে। বিক্ষোভ, মৃত্যু। রাষ্ট্রনেতাদের পরস্পরকে হুমকি। তরুণ প্রতিবাদীর মৃত্যুদণ্ড ঘিরে তোলপাড় বিশ্বে। আদৌ শান্তির পথে কি ফিরবে ইরান?