Smriti Mandhana News

বিগ ব্যাশ লিগ খেলতে যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়, বন্ধুত্বের ইনিংসে স্মৃতির পাশেই জেমাইমা

সম্প্রতি বিয়ে স্থগিত হয়েছে ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানার। এই সময়ে বন্ধুর পাশে থাকারই সিদ্ধান্ত নিলেন জেমাইমা রদ্রিগেজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৫:১২
Advertisement

স্মৃতি-জেমাইমা শুধু পরস্পরের সতীর্থ নন, বন্ধুত্বের পিচে তাঁদের লম্বা ইনিংস। জেমাইমা উচ্ছল, স্মৃতি শান্ত। দু’জনের প্রকৃতি আলাদা। তবে তাতে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। যেখানে চূড়ান্ত প্রতিযোগিতা, সেখানে প্রতিযোগিতা পেরিয়ে একে অন্যের অবলম্বন হয়ে উঠেছিলেন তাঁরা। মহিলাদের বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি হয়ে উঠেছিলেন জেমাইমা। তবে তার আগে পেরিয়ে এসেছিলেন অনেক উত্থানপতন। জেমাইমার কাছে সেই খারাপ দিন পেরিয়ে আসার প্রেরণা ছিল বন্ধুত্বের উষ্ণতা। খারাপ সময়ে স্মৃতির জন্য দেশে থেকে গিয়ে জেমাইমা যেন অস্ফুটে বললেন, চলার পথে ভাল-মন্দ যা-ই আসুক না কেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement