দাদা যুদ্ধ করেছেন কার্গিলে। কাকা লড়েছেন ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধে। আর এক কাকা জখম হয়েছেন একাত্তরের যুদ্ধে। প্রায় তিন পুরুষ ভারতীয় সেনার সঙ্গেই জড়িয়ে। তবু, হাকিমুদ্দিন শেখের পরিবারকে দেখাতে হল আধার কার্ড। তাঁরা যে বাংলাদেশি নন, রোহিঙ্গা নন— প্রমাণ দিয়ে তবেই রেহাই।