Kashmiri Pandits

নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াই কাশ্মীর সফর, অভিবাসী পণ্ডিতেরা ৩৫ বছর পর ফের নিজের ভিটেতে

প্রায় ৬০০ অভিবাসী পণ্ডিত রবিবার কাশ্মীর উপত্যকা সফর করেন। প্রত্যেকেই পূর্ব পুরুষের ভিটেয় ফিরে আসতে চাইছেন।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৭:৩৮
Advertisement

কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরের আদি হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়। যাঁদের ইতিহাস অন্তত ২৫০০ বছরের পুরনো। কাশ্মীরি পণ্ডিতদের মূল কাজ ছিল জ্ঞানচর্চা, ধর্মীয় আচার পালন, প্রশাসনিক দায়িত্ব এবং সামাজিক কাজে নেতৃত্ব দেওয়া। ১৯৯০-এর দশকে জঙ্গি হিংসার শিকার হয়ে কাশ্মীর উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হন কাশ্মীরি পণ্ডিতেরা। তিন দশকেরও বেশি সময় ধরে তাঁরা নির্বাসনে কাটিয়েছেন। এখন, অনেকে আবারও শিকড়ে ফেরার স্বপ্ন দেখছেন। ফেলে আসা জীবনের কাছে শেষবেলায় বসতে চাইছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement