শুধু রুফ টপ রেস্তরাঁ নয়, মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন কোনও বহুতলেরই ছাদ দখল করে কিছু করা যাবে না। ছাদ বিক্রিও করা যাবে না। যে কোনও বহুতলের ক্ষেত্রে ছাদ সবার ব্যবহার যোগ্য। কলকাতা পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী ১৭০/৪ ধারায় ছাদ কেউ দখল করতে পারবে না বলে জানিয়েছে কলকাতা পুরসভা।