১৯৫৪ সালের ২৮ অগস্ট বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষের মার্গদর্শনে তৈরি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ। প্রতিষ্ঠাতা সভাপতি বিধূভূষণ ঘোষ। পরে কখনও প্রিয়রঞ্জন দাশমুন্সি, কখনও সুব্রত মুখোপাধ্যায় আবার কখনও তাপস রায়ের মতো নেতারা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগঠনের হয়ে ছাত্র রাজনীতি করেছেন অশোক দেবের নেতৃ্ত্বে। ১৯৯৮ সালে বাংলায় কংগ্রেস ভাগ হতে ভেঙে যায় ছাত্র পরিষদও। পশ্চিমবঙ্গে তৈরি হয় নতুন ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।