মুসলমান, অভিবাসী, তায় আবার বামপন্থী। ট্রাম্পের যা-যা অপছন্দ, তার সবটাই রয়েছে মামদানির মধ্যে। ভোটে জেতার পর ট্রাম্পকে কটাক্ষ করতে ছাড়েননি নিউ ইয়র্কের আগামী মেয়র। মনে করিয়ে দিয়েছেন, তিনি সেই সব মানুষের পাশে আছেন, ট্রাম্পের আমেরিকা যাঁদের জায়গা দিতে চায় না।