KIFF

ভিড় জমেছে, আছে সেলফি-রিল, হুজুগের জল পেরিয়ে উৎসবে সিনেমার টান কতখানি?

সিনেমা দেখার উৎসব। অনেকের কাছে আবার তা নেহাতই উৎসব। অগত্যা সিনেমা সরিয়ে রেখে শুধু ঘোরাঘুরি, সেলফি, রিল-ও চলছে সিনেমার মেলায়।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ২১:১৭
Advertisement

সিনেমায় মন। মনের মতো সিনেমা দেখা। সবই হচ্ছে। আবার ছবির নাম জানতে চাইলে কেউ কেউ হোঁচটও খাচ্ছেন। কেউ আবার টিকিট না পেয়ে স্রেফ হুজুগেই গা ভাসিয়েছেন। এক সময় নন্দনে তিল ধারণের জায়গা থাকত না। এখন ছবিটা খানিক বদলেছে। হলের মেঝেতে বসেও সিনেপ্রেমীরা যেমন ছবি দেখছেন, তেমন নেহাত ঘোরাঘুরিও চলছে দিব্যি। এ দিকে কয়েকশো ফেক কার্ড ধরেছেন কর্তৃপক্ষ।

Advertisement

সকলে সিনেমা দেখতে আসছেন তো? না কি সিনেমাতলায় অকারণেও মেলা বসিয়েছেন কেউ কেউ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement