২০১৬ সালের এসএসসি-র শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। হাই কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। হাই কোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টও। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগেও একই রকম দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিন্তু সেই মামলায় শেষ পর্যন্ত চাকরি বাতিলের বিরুদ্ধেই মত দিল হাই কোর্ট। দুই শিক্ষক নিয়োগ মামলায় দু’রকম রায় কেন? রায় নিয়ে আইনজীবীদের কী পর্যবেক্ষণ?