প্রসেনজিৎ থেকে জিৎ, নাসিরুদ্দিন শাহ থেকে অভিষেক বচ্চন। নায়কের কারসাজির নেপথ্যে স্টান্টম্যান চিত্ত।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:২২
Advertisement
বন্ধুর চ্যালেঞ্জে হাতেখড়ি। এক দিন পেশা হয়ে উঠল নেশা। স্টান্টের কেরামতিতে কেটে গেল বহু দিন। দু’দশকের কেরিয়ারে প্রায় সব নায়কেরই নেপথ্যে থেকে গিয়েছে তাঁর স্টান্ট। তবু নতুন ঝুঁকির টানে ফের বেরিয়ে পড়েন চিত্ত কবিরাজ।