রাজপথে আগুন। রবার বুলেট। কাঁদানে গ্যাস। নিরাপত্তাবাহিনীর সঙ্গে হাতাহাতি। বিক্ষোভ সামলাতে প্রথা ভেঙে ন্যাশনাল গার্ড নামান ডোনাল্ড ট্রাম্প। এত কিছু সত্ত্বেও বিক্ষোভ স্তিমিত হচ্ছে না। শুরু রিপাবলিকান বনাম ডেমোক্র্যাট চাপানউতর। কেন প্রতিবাদে-বিক্ষোভে উত্তাল আমেরিকার লস অ্যাঞ্জেলেস?