একই স্কুলের দুই কৃতী। একজন প্রথম, অন্যজন দশম। ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে এ বার প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকায় দশম স্থানে রয়েছে আদৃতের সহপাঠী কৌস্তভ সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৮৬।