প্রথম দশে ৬৬, কলকাতার মাত্র এক, শিক্ষকদের সাফল্য উৎসর্গ ‘ফার্স্ট’ আদৃত সরকারের

৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৬:২৩
Advertisement

২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল প্রকাশ। ২ মে করুণাময়ীতে ডিরোজিও ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এ বছর পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ১৩ হাজারের উপর পরীক্ষার্থী। তাদের মধ্য উত্তীর্ণ হয়েছে ৮৬.৫৬ শতাংশ পড়ুয়া। সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা কালিম্পং। তৃতীয় কলকাতা। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। র‌্যাঙ্ক হোল্ডারদের মধ্যে প্রথম দশে রয়েছে কলকাতার একমাত্র পরীক্ষার্থী অবন্তিকা রায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement