২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল প্রকাশ। ২ মে করুণাময়ীতে ডিরোজিও ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এ বছর পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ১৩ হাজারের উপর পরীক্ষার্থী। তাদের মধ্য উত্তীর্ণ হয়েছে ৮৬.৫৬ শতাংশ পড়ুয়া। সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা কালিম্পং। তৃতীয় কলকাতা। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। র্যাঙ্ক হোল্ডারদের মধ্যে প্রথম দশে রয়েছে কলকাতার একমাত্র পরীক্ষার্থী অবন্তিকা রায়।