‘কথায় কথায় চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া নয়’। হাই কোর্টের রায় শুনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল করেছিলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সেই নির্দেশ খারিজ করল হাই কোর্ট। বহাল থাকছে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি।