ফজের মণ্ডল ও তসলিমা, বাগদার হরিহরপুর গ্রামের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে ফজের প্রথমে কর্নাটকে কাজ করতেন। মাস পাঁচেক আগে স্ত্রী তসলিমাকে নিয়ে মহারাষ্ট্রে কাজ শুরু করেন। গত সপ্তাহে ফজেরের পরিবার জানতে পারে, মহারাষ্ট্রের পুলিশ ফজের এবং তাঁর স্ত্রীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর সোমবার বিধানসভার অধিবেশনে মহারাষ্ট্রের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। এর পরেই সক্রিয় হয় প্রশাসন। প্রশাসনের সহযোগিতায় রায়গঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয় ফজের ও তসলিমাকে।