বর্ষায় পায়ে ওঠে প্লাস্টিক বা রবারের জুতো। তাতেই বাড়ছে বিপদ। বর্ষাকালে পায়ের চামড়ায় নানান সংক্রমণ হয়। প্লাস্টিক এবং রবারের জুতোতে এগ্জ়িমা হতে পারে। প্লাস্টিকের জুতো যেভাবে তৈরি করা হয় সেই পদ্ধতির জন্যেও পায়ের চামড়ায় সমস্যা দেখা দিতে পারে। যাদের এগ্জ়িমার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত জুতো আরও বেশি সমস্যা তৈরি করে, জানাচ্ছেন চিকিৎসক।