বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। বছরে একাধিক বার লাভা নিঃসরণের ঘটনা ঘটে ইতালির মাউন্ট এটনাতে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৬:২১
Advertisement
ছাই, গ্যাস আর ধোঁয়ায় ঢেকেছে আকাশ। এ বছর ফেব্রুয়ারির পর জুন। ফের এক বার জেগে উঠেছে ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। গ্রিক উপকথাতেও জড়িয়ে আছে সিসিলি দ্বীপের এই জীবন্ত আগ্নেয়গিরি। সেই কল্পকাহিনীতে বর্ণিত দৈত্যই কি ফের এক বার ঘুম ভেঙে জেগে উঠল?