ভারতীয় সেনার প্রত্যাঘাতে খতম কুখ্যাত জইশ-জঙ্গি মাসুদ আজ়হারের ভাই। জইশ-এ-মহম্মদ কমান্ডার আব্দুল রউফ আজ়হার। পহেলগাঁও জঙ্গিহানার জবাব দিতে বুধবার রাতে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে সামরিক অভিযান চালায় সেনা। নির্দিষ্ট এবং সুপরিকল্পিত আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর জঙ্গি ঘাঁটি। সূত্রের খবর, ভারতীয় সেনার এই প্রত্যাঘাতেই মৃত্যু হয়েছে রউফের।