দিল্লির বিস্ফোরণ সন্ত্রাস হামলা কি না তা এখনও স্পষ্ট করে জানায়নি সরকার। তবে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। তদন্তে নেমে কাশ্মীর থেকে ফরিদাবাদ পর্যন্ত বিস্তৃত জঙ্গি নেটওয়ার্কের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। কাশ্মীরে ‘জিহাদি’ পোস্টারের সূত্রে যে ধরপাকড়ের শুরু, সেই রাস্তাই কি গিয়ে পৌঁছোচ্ছে লালকেল্লার সামনে। কাশ্মীর থেকে ফরিদাবাদ হয়ে দিল্লির বিন্দুগুলি জুড়ে জুড়েই জঙ্গি-জালের শিকড় পর্যন্ত পৌঁছোতে চাইছেন তদন্তকারীরা।