যৌন হেনস্থার প্রতিবাদে, বিচার চেয়ে দরজায় দরজায় ঘুরেছিলেন ওড়িশার কলেজছাত্রী। সুরাহা মেলেনি। প্রতিবাদে বিক্ষোভ দেখান ক্যাম্পাসে। বলেন, বিচার না পেলে আত্মহত্যা করবেন। তার পরেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। মৃত্যুর পর বিরোধীরা ১৭ জুলাই ওড়িশা বন্ধের ডাক দিয়েছে। ওড়িশা সরকার মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। মৃত্যুর পর সক্রিয় শাসক-বিরোধীর বাইনারির রাজনীতি। একটাই প্রশ্ন— মেয়েটি বেঁচে থাকতে কি কোনও পদক্ষেপই করা যেত না! সেই ব্যর্থতার দায় তবে কার!