পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত। ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা। মুজাফফরাবাদ, কোটলি, বারনালা, শিয়ালকোট, মুরিদকে এবং বাহাওয়ালপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ এবং লশকরের জঙ্গি কারখানা। স্থল বাহিনীর সঙ্গে নৌ এবং বায়ুসেনার এই যৌথ অভিযানে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ মাসুদ আজহারের পরিবারের দশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ভারতীয় সেনার প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে আবু সাঈদের ঘাঁটি-ও। ভারতীয় সেনার এই সাফল্যে গর্বিত নরেন্দ্র মোদী। ‘শোক এবং স্মৃতিতে থাকা সিঁদুর-কে যে ভাবে সংকল্পে পরিণত করেছে সেনা, তা প্রশংসনীয়’, ঘনিষ্ঠ মহলে বলেছেন প্রধানমন্ত্রী।