জম্মু কাশ্মীরের নাসরিন আখতার বি। সেই কবে ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন। আর কোনও দিন ফেরত যাননি। এখানেই ফজ়ল হুসেন নামের ভারতীয় নাগরিককে বিয়ে, সংসার, সন্তান। পহেলগাঁও কাণ্ডের জেরে নাসরিনের জীবন ওলটপালট হয়ে যায়। সরকারি নির্দেশে রাতারাতি ভারত ছাড়তে বলা হয় তাঁকে।