নিয়োগ মামলায় গ্রেফতারি। তার পর তিন বছরের বেশি চলে মামলা। শেষ পর্যন্ত আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থের জেলমুক্তির নির্দেশ দেন। সেইমতো বাইপাসের বেসরকারি হাসাপাতল থেকে ১১ নভেম্বর, মঙ্গলবার বাড়ির পথ ধরলেন প্রাক্তন মন্ত্রী। ফেরার পথে নেতাকে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা।