“অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, কেবল স্থগিত রাখা হয়েছে। ভারতীয় সেনা তৈরি। যদি আবারও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, আমরা আবারও জবাব দেব। এ বার আর মুখে কথা নয় জবাব দেওয়া হবে গুলিতে”, অপারেশন সিঁদুর অভিযানে পুঞ্চ ব্রিগেডের প্রত্যাঘাত নিয়ে বললেন ব্রিগেডিয়ার মুজিত মহাজন।