একটানা ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। ১২ ঘণ্টার দুর্যোগে লন্ডভন্ড দার্জিলিং। সর্বগ্রাসী নদী গিলে খেয়েছে বাড়ি, গাড়ি, হোটেল, দোকান। উদ্ধার ৩০টি দেহ। এখনও নিখোঁজ বহু। পাহাড় কেটে বন উজাড় করে একের পর এক নির্মাণ। তার উপর আবহাওয়ার বদল আর নদীর গতিপথ পাল্টে যাওয়া— চরম খেসারত দিল দার্জিলিং।